ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় নিত্যপ্রয়োজনীয় নৌযান ছাড়া সবধরনের নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে  উপজেলা প্রশাসন। এই ঘোষণায় দেশের মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উঠবে দ্বীপ উপজেলা কুতুবদিয়া। সরকারী নিদের্শনা মোতাবেক কুতুবদিয়ায় ২৫ (মার্চ) বুধবার সকাল ১০ টা থেকে অনিদিষ্ট কালের জন্য সবধরনের ঘাটের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বহনকারী মালবোট ও প্রশাসনের জরুরী প্রয়োজনে যাতায়াত চলাচল এই ঘোষণার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।

তিনি বলেন, কুতুবদিয়াকে করোনা ভাইরাস মুক্ত রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দ্বীপের সাথে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় কাচামাল,ঔষধ ও মুদি দোকান খোলা থাকবে।

পাঠকের মতামত: