ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামুতে পাচারকালে ৪ রোহিঙ্গা নারী ও দালাল আটক

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে পাচারকালে ৪ রোহিঙ্গা নারী ও দালালসহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকালে রামুর বাণিজ্যিক এলাকা চৌমুহনী স্টেশন থেকে বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এসময় আটক দালালকে ১ মাসের সাজা এবং ৪ রোহিঙ্গা নারীকে পুলিশি হেফাজতে প্রেরণ করেন।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী জামতলী সি ব্লকের আবু সোলেমানের ছেলে পাচারকারি হামিদ উল্লাহ্‌ (১৯), উনচিপ্রাং ই ব্লকের হাজ¦ী রশিদের মেয়ে তাওহীদা (২৫), নজির আহমদের মেয়ে ছাহেরা বিবি (১৭) ও সাদেকা বিবি (১৯) এবং শামসুল আলমের মেয়ে মিনু আরা (১৯)।

উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, দালাল হামিদ উল্লাহ ৪ রোহিঙ্গা নারীকে চট্টগ্রামে পাচারের উদ্দ্যশ্য ক্যাম্প থেকে নিয়ে আসে। উক্ত দালালকে দন্ড বিধির ১৮৮ ধারায় ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটক ৪ নারীকে পুলিশী হেফাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: