ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদ ভবনে ৩৮বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিচ্ছবি স্থাপিত হলো

এম.জিয়াবুল হক, চকরিয়া :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনে অবশেষে প্রতিষ্ঠার ৩৮বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ ভবনে স্থাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিচ্ছবি (ভার্স্কয)। গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা শেষে উপজেলা পরিষদ ভবনে সামনের স্থাপিত জাতির পিতার ভার্স্কযটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে চকরিয়া উপজেলার ১১টি পরিবারের নারী-পুরুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অপরদিকে অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার জন্মশত বর্ষের কেক কাটেন এমপি জাফর আলম। জানা গেছে, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলমের অনুপ্রেরণায় ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদীর সার্বিক সহযোগিতায় জাতির পিতার জন্মশত বর্ষকে স্বরণীয় করে রাখতে চকরিয়া উপজেলা পরিষদ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। এরই অংশহিসেবে চকরিয়া উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভার সিদ্বান্তের আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি সময়ে নির্মাণ করা হয়েছে জাতির পিতার ভার্স্কযটি।

১৯৮২ সালের ৭ নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয় চকরিয়া উপজেলা পরিষদ ভবন। সেই থেকে ওই ভবনে প্রশাসনিক কার্যক্রম চলে আসলেও এবারই প্রথম প্রতিষ্ঠার প্রায় ৩৮বছর পর জাতির পিতার জন্মশতবর্ষের দিনে চকরিয়া উপজেলা পরিষদ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিচ্ছবি (ভাস্কর্য) স্থাপনা করা হয়েছে সরকারি তরফে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপেিত্ব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রতিচ্ছবি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ^াস, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদউল্লাহ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মন্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি যথাক্রমে এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন আহমদ, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা রোস্তম শাহরিয়ার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য মুজিবুর রহমান, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামুদুল হক, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, মিফতাব উদ্দিন চৌধুরী, আহমদ রেজা, আমির হোসেন আমু, নুরুল আমিন টিপু, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলা এবং চকরিয়া পৌরসভার স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কলেজ শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ জানুয়ারি ক্ষণগণনার শুরু হয়ে বঙ্গবন্ধুর শততমজন্মদিন পূর্ণ হয়েছে গতকাল ১৭ মার্চ। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত একবছর সারাদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে।##

পাঠকের মতামত: