ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলো পিবিআই

ইমাম খাইর, কক্সবাজার :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৭ মার্চ ইতিহাসিক দিনটিতে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবদুললাহ্ আল্ মামুনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে হয়তো স্বাধীন বাংলাদেশ স্থান হতো না। এই মহানায়কের কারণে আজ আমরা স্বাধীন জাতি। মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগটা পেয়েছি। বুক ফুলিয়ে কথা বলছি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারাটা বাঙালি জাতির জন্য গৌরবের ও আনন্দের।
বক্তারা আরো বলেছেন, জাতির জনকের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হয়েছে।
পুলিশ পরিদশর্ক ক্যশৈনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন -পুলিশ পরিদশর্ক এনামুল হক, কায়সার হামিদ, খায়রুল বশর, এস আই শাহেদ, এস আই ফজলুল, এ এস আই পিপলু বড়ুয়া।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কলাতলী আবাসিক এলাকার মসজিদের খতিব।
পুলিশ পরিদশর্ক পুলক বড়ুয়ার তত্ত্বাবধানে জাতির জনকের জন্মশতবার্ষিকী এই আয়োজনে পিবিআই এর অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিবিআই কর্মকর্তাবৃন্দ।
সবশেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পাঠকের মতামত: