ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার কলেজের ছাত্রী হাসিনার ঘাতকদের ফাঁসির দাবীতে দীর্ঘ সড়কজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ssssssসংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার সরকারী কলেজের ব্যবস্থাপনা (অনার্স)’র ৩য় বর্ষের মেধাবী ছাত্রী হাসিনা আকতারের ঘাতকদের ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছে কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার শিক্ষার্থীরা।

৪ এপ্রিল সোমবার বেলায় একটায় শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের এ বিক্ষোভ-মানববন্ধনটি বাসটার্মিনাল ছাড়িয়ে সদর উপজেলা পরিষদ গেইট এলাকা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। দীর্ঘ মানববন্ধনটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হলেও এটি আমজনতার বিক্ষোভে পরিণত হয়। বাসটার্মিনাল এলাকায় শুরু হওয়া বিক্ষোভটি ক্রমান্বয়ে বিশাল সমাবেশে রুপ নেয়। পড়ন্ত বেলার এই বিক্ষোভে সাধারণ পথচারীরাও অংশ গ্রহণ করে নৃশংসতার প্রতি ধিক্কার জানায়। ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড নিয়ে ঘাতক-নরপিশাচদের শাস্তির দাবী করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সবার কণ্ঠে আওয়াজ ওঠে ‘ফাঁসি চাই ফাঁসি চাই, হাসিনার ঘাতকদের ফাঁসি চাই’, ‘ঘাতক তোদের রক্ষা নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি ক্ষোভমাখা শ্লোগান।

বিক্ষোভের ফাঁকে বক্তব্য দেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, অধ্যাপক দেলোয়ার হোসেন, ড. মাওলানা নুরুল আবছার, প্রভাষক হেলাল উদ্দিন সিকদার, সিনিয়র শিক্ষক মুহিউদ্দিন আজাদ, ৮ম শ্রেনীর ছাত্রী তাজকিয়া বিনতে গিয়াস, সপ্তম শ্রেনীর ছাত্রী তাজরিন প্রমুখ। এছাড়া মানববন্ধনে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন। হাসিনার মূল ঘাতক স্বামী ইয়াছিন আরাফাতসহ সকল পাপিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই আন্দোলনে যোগ দিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

২৫ ফেব্রুয়ারী কক্সবাজার সদর উপজেলার চৌফদন্ডী মধ্যম মাইজপাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ইয়াছিন আরাফাতের সাথে হাসিনার বিয়ে হয়। পাষন্ড স্বামীর দাবী মতে ৫ লাখ টাকা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় ২৯ মার্চ সকালে নানা কৌশলে হাসিনাকে হত্যা করে ঘাতক স্বামীসহ শ্বশুরালয়ের লোকজন। নিহত হাসিনা কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাপ্পাঞ্জাপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের মেয়ে।

এ দিকে ঘটনার মামলার এক সপ্তাহ হলেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধিকৃত একটি ঘটনার আসামী ধরার বিষয়ে প্রশাসন রহস্যজনক নিরবতা পালন করছে। আসামীরা ঘুরছে প্রকাশ্যে। অন্যদিকে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে প্রবাহিত করতে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে শক্তিশালী একটি চক্র। এ কারণে ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকা করছে নিহত হাসিনার পরিবার।

পাঠকের মতামত: