ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে ঝুঁকিপূূর্ণ বৈদ্যুতিক তারের ছড়াছড়ি : কতৃপক্ষ নীরব

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::  সদরের গুরুত্ববহ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে যত্র তত্র স্থানে চেয়ে গেছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার। যার ফলে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশংকা প্রকাশ করেন সচেতন বাজারবাসী।

বাজার ঘুরে দেখা যায়,ঈদগাঁও বাজারের যত্রতত্র স্থান বল তেই পশ্চিম গলির বেদার মার্কেটের প্রবেশ পথে, ডিসি সড়কস্থ নাহার মেডিকো সংলগ্ন স্থানে, হাইস্কুল গেইটের সন্নিকট স্থানে বৈদ্যুতিক তারের ছড়াছড়ি। পুরনো তারে চলছে বাজার এলাকার লাইন। নতুন তারের দেখা নেই। পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিস কতৃপক্ষ বাজার পয়েন্টে নতুন লাইনের বিষয়ে নীবর দর্শকের ভূমিকা পালন করছেন বলে মনে করেন সচেতন মহল। অন্যদিকে সামান্য ঝড়-বৃষ্টি আর বাতাস হলেই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারগুলো ছিড়ে দুর্ঘটনা হওয়ার শংকা প্রকাশ করেন পথ চারীসহ ব্যবসায়ীরা। এমনকি এসব ঝুঁকিপূর্ণ তার গুলো এলোমেলো ভাবে জগাখিচুড়ির মত বললেই চলে। কোন তার কোন দিকে গেছে তার কোন হিসাবও নেই। এ বিষয়ে বাজার কমিটি সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঈদগাঁও জোনাল অফিসের এজিএমের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। এই ব্যাপারে দ্রুত সময়ে ঈদগাঁও পবিসের জরুরী হস্তাক্ষেপ কামনা করছেন বাজারবাসী।

পাঠকের মতামত: