ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উখিয়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর

কায়সার হামিদ মানিক, উখিয়া ::

সামাজিক বনায়নের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীদের বন সম্পদকে সযত্নে রক্ষণাবেক্ষণ করতে হবে। বন বিভাগে লোকবল সংকটের কারণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীকে বন বিভাগের সাথে সংশ্লিষ্ট করে সামাজিক বনায়নের আওতায় নিয়ে এসে সবুজ এ বনসম্পদ গড়ে তোলার উদ্যোগ হাতে নিয়েছেন। কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ১ টার দিকে ইনানী রেঞ্জের আওতাধীন জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়াস্থ এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, নির্বিচারে পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচার ও বনসম্পদ ধ্বংসকারীরা যত বড়ই ক্ষমতাধর হোকনা কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। পাহাড় কাটা, অবৈধ করাত কল ও গাছকাটা বন্ধে সকলকে আগেই সতর্ক হওয়ার হুঁশিয়ারি দেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু, উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইনানী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন প্রমূখ।

পাঠকের মতামত: