ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

‘সনদ ছাড়া চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না’

নিউজ ডেস্ক ::  করোনা মুক্তির সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে আইইডিসিআর।

বুধবার (০৪ মার্চ) দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। বুধবার সংস্থাটি জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

এখন পর্যন্ত দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর। এছাড়াও ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

পাঠকের মতামত: