ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক ::  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। তিনি দেশটির অষ্টম প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মহিউদ্দিনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

পাঠকের মতামত: