ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চসিক নির্বাচন: বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিঠনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, জনগণ যদি নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ (রোববার) চসিকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চসিক ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার আগেই শনিবার (১৫ ফেব্রুয়ারি) দলীয় প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি ২৪ ফেব্রুয়ারি ডা. শাহাদাতকে মেয়র পদে মনোনয়ন দেয়।

তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

পাঠকের মতামত: