ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ঈদগাঁও বাঁশঘাটা সড়ক ও ড্রেন নির্মান কাজের আনুষ্টানিক উদ্বোধন : উৎফুল্ল পথচারীরা

এম আবু হেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজার সদর উপজেলা পরিষদ কতৃর্ক ২০ লক্ষ টাকা বরাদ্দের আলোকে অবশেষে ঈদগাঁও বাঁশঘাটা সড়ক,ড্রেন নির্মান কাজের আনুষ্টানিক উদ্বোধন হয়েছে।

১৩ই ফ্রেরুয়ারী সকাল সাড়ে আটটায় বাঁশঘাটা ব্রীজ সংলগ্ন স্থানে সড়ক ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন,সদর উপজেলা মুক্তিযোদ্বা কমা ন্ডার ডা: শামসুল হুদা ও মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিম।

এই সময় উপস্থিত ছিলেন,ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল ইস লাম,এন জাহান প্লাজার স্বত্বাধিকারী সামসুল ইসলাম,কামাল উদ্দিন, হুমায়ুন কবির,লুৎফুর রহমান,মনির আহমদ,রাজা মিয়া সওদাগর, সোনা মিয়া,জিয়াবুল হক,দিদারুল ইসলামসহ অসংখ্য লোকজন এবং ব্যবসায়ীরা।

এ সড়কের কাজটি বীরমুক্তিযোদ্বা শামসুল হুদা ও মাষ্টার নুরুল আজিমের আন্তরিক প্রচেষ্টায়

সদর উপজেলা পরিষদ কতৃর্ক বরাদ্দ দেয়। দীর্ঘ কাল পর হলেও বাঁশঘাটা সড়ক ও ড্রেনের কাজ হওয়ায় ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

উল্লেখ্য যে, প্রতিবছর বর্ষা মৌসুমে হাটু পরিমান পানিতে নিমজ্জিত থাকতো এই সড়কটি।

পাঠকের মতামত: