ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ার ভূয়া এমবিবিএস ডাক্তারসহ কুতুবদিয়ায় ৩জন আটক

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া ::  কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে একজন চকরিয়ার একজন ভূয়া এমবিবিএস ডাক্তারসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বড়ঘোপ বাজারের একটি ফার্মেসি থেকে তাদের আটক করা হয়। ওই বাজারে হোটেল সমুদ্র বিলাসের নিচে আরিফের ফার্মেসি নামে পরিচিত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী। অভিযানে ছিলেন কুতুবদিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান।

আটক ভূয়া এমবিসিএস ডাক্তার হলেন বদরুদ্দোজা (৩৫)। তার বাড়ি চকরিয়ার খুটাখালী বলে জানা গেছে। অপর জন্য হলেন রেফকো ফার্মার এরিয়া ম্যানেজার জামাল হোসেন ও ফার্মেসির মালিক আরিফ। কুতুবদিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান বলেন, বদরুদ্দোজা একজন সাধারণ মানুষ। কিন্তু ভূয়া এমবিবিএস ডাক্তার সেজে ফার্মেসিতে বসে আছে। এতে কয়েকজন সিন্ডিকেট রয়েছে। তারা কয়েকজনে মিলে ডাক্তার সাজিয়ে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তারসহ প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। এখনো যাচাই বাচাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: