ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সর্ববৃহৎ প্রথম ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা প্রতিভার সন্ধানে- ২০২০এর জন্য কক্সবাজার জেলার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা পশ্চিম লারপাড়াস্থ টার্মিনাল শাখায় অডিশনে বিচারক ছিলেন আনোয়ারুল কুরআন মডেল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আবু রায়হান আজাদ এবং তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা বোরহানুদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক. লালদিঘী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী।
মাদরাসার আমিনুত তাহফিজ মাওলানা হাফেজ মিসবাহ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ছাত্র ইউসুফ সাঈদ সাগর, হাসসান সাঈদ ওবাইদুল্লাহ, মাদরাসা আনাস বিন মালেক (রঃ) এর ছাত্র ফায়সাল মুহাম্মদ সিফাত, দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজার এর ছাত্র মুহাম্মদ ফাহাদ, কা’ব বিন মালেক মাদরাসার ছাত্র ওয়াহীদুল ইসলাম। জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা আগামী ১৫ ফেব্রæয়ারী চট্টগ্রামের এলজিইডি ভবন মিনায়তনে এনটিভির পর্দায় তিলাওয়াতের জন্য বাছাই পর্বে অংশ গ্রহণ করবে।

পাঠকের মতামত: