ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় খোলা আকাশের নীচে রাত কাটানো পরিবার গুলোর পাশে ইউএনও শিবলী নোমান

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গৃহহীন ও খোলা আকাশের নীচের মানবেতর রাত কাটানো পাঁচটি পরিবারের পাশে দাঁিড়য়েছেন ইউএনও শিবলী নোমান। অগ্নিকাÐের খবর পেয়ে বৃস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুঁেট যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। ওইসময় পরিদর্শনকালে তিনি তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষথেকে অগ্নিদুর্গত পাঁচটি পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন। ঢেউটিন বরাদ্দ দেয়ার আশ^াস দিয়েছেন।

বুধবার রাত একটার দিকে চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় অগ্নিকাÐে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বাসিন্দা নজু মিয়া, আবদুল গনী, হেলাল উদ্দিন, সামসুল আলম ও সেলিম উদ্দিনের পাঁচটি বসতঘর। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে নগদ টাকা, আসবাবপত্রসহ আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে আক্রান্ত পরিবার গুলোর। বর্তমানে এসব পরিবার খোলা আকাশের মানবেতন দিন কাটাচ্ছেন।

পাঠকের মতামত: