ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সরকারের কাছে ৮ দাবি জানালেন আজহারী

অনলাইন ডেস্ক ::  ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তাকে নিয়ে নানা ষড়যন্ত্র চললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে আটটি দাবি জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত এ বক্তা। কুমিল্লার কসবায় অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে আজহারী এসব দাবি জানিয়েছেন। আজহারী বলেন, ‘দেশ ভালো চলুক, শান্তিতে চলুক। দুর্নীতি না থাক, সন্ত্রাস না থাক– আমরা এটি চাই। আমরা সাধারণ মানুষ, এত রাজনীতির প্যাঁচগোজ বুঝি না।’

তিনি বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা চাই দু’বেলা দু’মুঠো ভাত। আমাদের সিকিউরিটি (নিরাপত্তা) আর আমাদের ইসলাম।’ তিনি আরও বলেন, ‘যে দেশে আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ওঠে, আল্লাহু আকবর ধ্বনির সঙ্গে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই।’ জনপ্রিয় এই বক্তা বলেন, ‘আমরা চাই– আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক। আমার নবীর (স.) সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার স্পর্ধা যেন কারও কলিজায় না হয়।’ সরকারের কাছে আজহারী বলেন, ‘সাধারণ জনগণ হিসেবে কি এতটুকু চাওয়া-পাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা-নেত্রীদের কাছে শুধু এটিই চাই।’

পাঠকের মতামত: