ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

photo._1চট্টগ্রাম  প্রতিনিধি :

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার গন্ডামারা গ্রামে এস আলম গ্র“প কর্তৃক পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে উপকূল মানবাধিকার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংগঠনের বিভাগীয় সভাপতি এম মাইন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম হান্নান রহিমের সঞ্চালনায় ২ এপ্রিল বেলা ১১ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এড. মো: রফিকুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী কাজী এম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এড. শওকত ইকবাল চৌধুরী, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক বিজয় বড়–য়া। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জমির উদ্দিন চৌধুরী, মো: ইসকান্দর বাবু, মো: জিয়াউল হক, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম হৃদয়, ইমরান এমি, মো: সামসুদ্দিন, মো: শাহাজাহান, আতিকুর রহমান, মনজুর মোহাম্মদ, এম সাদ্দাম হোসাইন, রাহুল দাস, মো: আফজাল হোসাইন শামীম, মো: আজম খান, মো: পারভেজ, মো: মুরাদ, মো: জুয়েল প্রমুখ। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বাঁশখালীর প্রাকৃতিক পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করা না হলে আগামীতে আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া তথা বৃহত্তর চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা অবিলম্বে পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প নির্মাণের দাবি জানান।

পাঠকের মতামত: