ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লোহাগাড়ায় বন্যহাতির কবলে প্রাণ গেল বৃদ্ধের

জাহেদুল ইসলাম, লোহাগাড়া ::  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা পহরচান্দা আলীঘোনা এলাকায় রাতভর বন্যহাতির আক্রমনে ৮ বসতবাড়ি ভাংচুর ও হাসান বানু (৬২) নামের এক বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা ঘটে। সে ওই এলাকার বদিউল আলমের স্ত্রী।
২৬ জানুয়ারি ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান কলাউজান ইউপি সদস্য মো: আইয়ুব। এ ঘটনায় ৮ বসতবাড়ি ভাংচুর ও ২ জন গুরুতর আহত হন বলে জানান তিনি।
আহতরা হলেন ওই এলাকার জাফর আহমদের স্ত্রী ইয়াসিম আক্তার (২৫) ও ছেলে সন্তান মো: আইয়ুব (৩)। তারা বর্তামানে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার ঠান্ডা মিয়া, জাহঙ্গীর আলম, মো: আরিফুর রহমান, আলী আহমদ, মনির আহমদ, জাহাঙ্গীর আলম, মো: বাদশা, লালু আরা বেগম।
ক্ষতিগ্রস্ত খুর্শিদা আক্তার বলেন, ৩০ হাজার টাকা কর্জ নিয়ে বাড়ি তৈরি করেন কিছুদিন আগে। বন্যহাতির ১০/১২ টির একটি দল বসতবাড়ি ভেঙে ভেঙে বাড়িতে থাকা ধানহর বিভিন্ন আসবাবপত্র ভেঙে পেলে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে বলেও জানান তিনি।
ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও লোহাগাড়া থানা পুলিশের এসআই অজয় দেব শীল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষে করে নিহতের পরিবারের মাঝে লাশ হস্তান্তর করেন।
নিহত হাসনা বানু ভিক্ষা করে অসুস্থ স্বামীকে নিয়ে দিনযাপন করছেন। স্ত্রীকে হারিয়ে হতভাগ বৃদ্ধ বদিউল আলম।

পাঠকের মতামত: