ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় চলাচলের পথ দখল করে দোকান ঘর নির্মাণ, এলাকায় চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তরছপাড়া ্এলাকায় জনগনের চলাচলের পথ জবর দখল করে পাকা দেয়ালসহ দোকান ঘর নির্মাণ করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উত্তেজেনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন মুহুর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করছেন ভুক্তভোগিরা।

উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের খিলছাদক গ্রামের ইমাম শরীফের পুত্র আবদুল জলিল চকরিয়া থানা অফিসার ইনচার্জ বরাবরে এক লিখিত অভিযোগে দাবী করেছেন, তার ছেলে শরিফুল ইসলাম ও মাজেদুল ইসলাম পৌরসভার লক্ষ্যারচর মৌজার সৃজিত বিএস খতিয়ান নং ৩৬৬৫,২৮৮৭ এর ৫৫০ দাগের ৬০ শতক জমি ক্রয় করেন। পাশ্ববর্তী মাথাখিলা ৫৫১ দাগের জমি সরকারের খাস দখলীয় ১নং খতিয়ানের ও এম.ই.এস ৩৯ দাগের জমি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন রয়েছে। ওই জমির উপর দিয়ে তাদের পারিবারিক চলাচলের পথ অবস্থিত। ওই পথ জবর দখল করে পৌরসভার ১নং ওয়ার্ডের লক্ষ্যারচর তরছ পাড়ার মৃত ইছাকের পুত্র ইউসুফ আলী খাঁন ও তার ভাই নজরুল ইসলাম বেশ কজন ভাড়াটিয়া মন্তান নিয়ে ওই জায়গায় পাকা দেয়ালসহ দোকান ঘর নির্মাণ কাজ শুরু করছে। এতে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে পড়ার আশংকায় তারা চকরিয়া উপজেলা বিজ্ঞ সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। পরে বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) তার অফিসের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে ওই জমিতে লাল পতকা পুতিয়ে দেয় এবং সরকারী জমিতে পাকা দেয়ালসহ দোকান ঘর নির্মাণ না করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু প্রভাবশালী ও ক্ষমতাধর ইউসুফ ও তার ভাই নজরুল আইনের তোয়াক্কা না করে পাকা দেয়ালসহ দোকান ঘর নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে মানববন্ধন ও করে। এ নিয়ে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত: