ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালুকরণে সচেতনতা বিষয়ক আলোচনা সভা

বলরাম দাশ অনুপম :: কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালুকরণে সচেতনতা ও এলজিএসপি এবং ইএএলজি প্রকল্পের কার‌্যক্রম বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা। সোমবার স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমানসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় জেলার চারটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের মেয়র,চেয়ারম্যান, কাউন্সিলর,সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার শীঘ্রই কেন্দ্রীয়ভাবে খুলে দেয়া হবে বলে সভায় জানানো হয়।
এর ফলে কক্সবাজারের স্থানীয় জনসাধারণ অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি, পাসপোর্ট গ্রহণ, ভোটার তালিকায় নিজ নাম অন্তর্ভুক্তি ইত্যাদি ক্ষেত্রে সেবার সুযোগ পাবেন।
উল্লেখ্য যে, রোহিঙ্গা সংকটের কারণে ‘কক্সবাজার জেলার চারটি পৌরসভাসহ আট উপজেলায় দীর্ঘ আড়াই বছর যাবত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম।’

পাঠকের মতামত: