ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চকরিয়া পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চকরিয়া পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সমাবেশে ও আলোচনা সভা অনু্িষ্ঠত হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারী) বিকালে চকরিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে ৬০জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ডা.শামসুদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা নজির আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজি আবু মো.বশিরুল আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হাবিলদার (অব) মোহাম্মদ উল্লাহ।

চকরিয়া পৌরসভার সড়ক বাতি পরির্দশক রাজিবুল মোস্তাফার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র (১) বশিরুল আইয়ুব, প্যানেল মেয়র (৩) ফোরকানুল ইসলাম তিতু, নারী কাউন্সিলর রাশেদা বেগম, রাজিয়া সোলতানা খুকুমনি, আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর জামাল উদ্দিন, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, কাউন্সিলর নজরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, অর্থসম্পাদক আজিজুল হক, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, চকরিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।##

পাঠকের মতামত: