ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

২য় বিভাগ কক্সবাজার জেলা ফুটবল লীগে শিরোপা পেল খুরুশকুল ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক ::  কক্সবাজারে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কর্তৃক আয়োজিত ২য় বিভাগ জেলা ফুটবল লীগ-২০১৯ এর সমাপনি ও পুরস্কার বিতরণীর চুড়ান্ত খেলায় ফেভারিট ফুটবল একাডেমি চকরিয়াকে ট্রাইবেকারে ৭-৬ গোলে হারিয়ে শিরোপা ঘরে নিয়েছে খুরুশকুল ক্রীড়া সংস্থা।

শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার পুরো সময়জুড়ে কোন দলের পক্ষে গোল না আসা এবং রিজার্ভ ডে না থাকায় শিরোপা নির্ধারনে দু’দলের পয়েন্ট বিবেচনায় নেয়া হয়। কিন্তু সেখানেও ১০-১০ করে সমান পয়েন্ট নিয়ে ২য় বিভাগ ফুটবল লীগে দু’দল ফর্মে থাকায় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলা গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ৭-৬ গোলে শিরোপা নিজেদের ঘরে নেয় খুরুশকুল ক্রীড়া সংস্থা।

এবারের ২য় বিভাগ জেলা লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মুবিন। এছাড়া সেরা গোল রক্ষক খুরুশকুল ক্রীড়া সংস্থার জয়নাল এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন শেখ রাসেল ক্লাবের ফরহাদ।

সমাপনি খেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। কক্সবাজারে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সভাপতি চকরিয়ার উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজাহান কবির। এসময় কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল লীগ পরিচালনা কমিটি-১৯ এর আহবায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক, ২য় বিভাগ জেলা ফুটবল লীগ পরিচালনা উপ-কমিটির আহবায়ক ছিদ্দিক আহমদ, সদস্য সচিব বিপ্লব ও ভুলু বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খেলায় নারী-পুরুষসহ সব বয়সী ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফরি শফিউল আলম। সহকারী ছিলেন আহমদ কবির, শাহাদত করিম ও লালা কিং লালা।

পাঠকের মতামত: