ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকট : উখিয়ায় ৯টি নতুন পুলিশ বিট

‍কক্সবাজার প্রতিনিধি :: রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের উখিয়ায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ৯টি পুলিশ বিট করা হচ্ছে। আর এসব বিট করা হবে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যেই।

এগুলোর মধ্যে উপজেলার রাজাপালং ইউনিয়নে ২টি, রত্নাপালং ইউনিয়নে ২টি, পালংখালী ইউনিয়নে ২টি, হলদিয়াপালং ইউনিয়নে ২টি ও জালিয়াপালং ইউনিয়নে ১টি পুলিশ বিট করা হবে।

প্রত্যেক বিটের দায়িত্বে থাকবেন একজন করে পুলিশ অফিসার।

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় এসব তথ্য জানান উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।
তিনি জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এজন্যই এলাকায় এই ধরণের বিট
করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী।

পাঠকের মতামত: