ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় চারটি গরুসহ চোর সিন্ডিকেটের দুইজন আটক

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া :  কক্সবাজারের চকরিয়ায় উপকুলী এলাকা বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী) মাদ্রসার এলাকা থেকে ৪টি গরুসহ চোর সিন্ডকেটের নারীসহ দুইজনকে জনগনের সহযোগিতায় বদরখালীর পুলিশ ফাড়িঁ ১ডিসেম্বর (রবিবার) দুপুর ২টার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটকৃতরাহল জাহান আরা বেগম(৫৫) স্বামী-মমতাজ মিয়া,সাং নোয়াপাড়া ৫নং ওযার্ড়,থানা,আলীকদম জেলা বান্দরবান। মিরাজ উদ্দীন(১৮) পিতা মৃত মমতাজ মিয়া,সাং পালাকাটা ১নংওয়ার্ড় চিরিংগা,উভয় থানা চকরিয়া.জেলা কক্সবাজার।

অভিযানে নেতৃত্ত্বে দেওয়া বদরখালী পুলিশ ফাড়িঁ ইনচার্জ এসআই জাকির হোসেন শাওন জানান, চারটি গুরু নিয়ে চোর সিন্ডিকেট বদরখালী হয়ে মহেশখালী পাচারের উদ্যেশ্যে জড়ো করেছে । সোর্সের মাধ্যেমে কবর পাওয়ার পর তৎক্ষানিক অভিযান চালিয়ে চারটি গরুসহ দুই চোর সিন্ডিকেটের সদস্যকে জনগনের সহযোগিতায় আটক করি।

গরুচোর আটককের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো,হাবিবুর রহমান বলেন, গরুসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গরুর মালিক গিয়াস উদ্দীন বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেছে। ওই মামলার আটক দুইজনকে ২ডিসেম্বর (সোমবার) বিকালে আদলতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: