ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মহেশখালীতে দূর্নীতি প্রতিরোধে র‌্যালী,মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত

জজজজজআবদুর রাজ্জাক ,মহেশখালী :::

মহেশখালীতে দেশব্যাপী দূর্নীতি সপ্তাহের অংশ হিসাবে র‌্যালী , মানবন্ধন আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২৬ শে মার্চ থেকে ১এপ্রিল পর্যন্ত সপ্তাহ ব্যাপী কর্মসুচির মধ্যে ২৬ শে মার্চ রাত ১২টা ১মিনিটে জাতীয় স্মৃতি সৌধে পুষ্প্য মাল্য অর্পণ। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভায় দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অংশ গ্রহণ। ২৬শে মাচর্ সকালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে থেকে একটি র‌্যালী শুরু হয়। র‌্যালীর প্রতিপাদ্য বিষয় ছিল দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন। এ স্লোগানকে সামনে রেখে র‌্যালীটি উপজেলার বিভিন্ন গ্রুরুত্ব পূর্ন স্থান পরিদর্শন করে উপজেলা পরিষদের বট বৃক্ষে এসে এক মানববন্ধনে মিলিত হয়। মানবন্ধন শেষে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূনর্িিত প্রতিরোধ কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ডা: নুরুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা যা: মো: ফিরোজ খান। বিশেষ বক্তা হিসাবে সভায় আলোচনা করেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহা আলম, উপস্তিত ছিলেন অধ্যাপক আহাম্মদ কবির, মুক্তিযোদ্ধা কালামিয়া, মাষ্টার নবাব হোসেন, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবুল বশর পারভেজ, মাষ্টার গিয়াস উদ্দিন, মাওলানা আবু ছৈয়দ, শাপলাপুরের ওসমানগনী, কমল কৃষ্ণ ঘোষ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। আগামী ১লা এপ্রিল জুমাবার প্রতিটি মসজিদের খুতবায় খতিবগণ দূর্নীতি বিষয়ে আলোচনা করার বিষয়টি দূর্নীতি দমন কমিশনের কর্মসূচি রয়েছে । মহেশখালীতে প্রতিটি মসজিদের ঈমামদেরকে এ বিষয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছেন মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: নুরুল আমিন ও সাধারণ সম্পাদক ডা: মো: ফিরোজ খান্ ।

পাঠকের মতামত: