ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌর আওয়ামী লীগের সম্মেলনে আটটি ওয়ার্ডে লড়ছে দলের নবীণ-প্রবীণ শতাধিক প্রার্থী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনার আলোকে তৃনমূল থেকে উপজেলা সদর ইউনিটকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সম্মেলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামীলীগে। ইতোমধ্যে দলটির নীতি-নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন মাঠ পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে।

সেইলক্ষ্যে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের বর্তমান কার্য নির্বাহী সংসদ পৌরসভার ৯টি ওয়ার্ডকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে একটি ওয়ার্ডে সম্মেলন সফলভাবে সমাপ্ত করা হলেও সম্মেলনের যাবতীয় প্রস্তুতি চলছে অপর আটটি ওয়ার্ডে। বর্তমানে পৌরসভার অবশিষ্ট আটটি ওয়ার্ডে সভাপতি সম্পাদক পদে নতুন নেতৃত্বে আসতে নবীণ-প্রবীণ মিলিয়ে অন্তত শতাধিক প্রার্থী ভোটের লড়াইয়ে অবর্তীণ হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে চকরিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরী হয়েছে।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেছেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তৃনমূল থেকে সদর পর্যন্ত আওয়ামীলীগের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আমরা প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের উদ্যোগ নিয়েছি। আমরা বিশ^াস করি সফল সম্মেলনের মাধ্যমে মাঠ পর্যায়ে নতুন নেতৃত্বের বিকাশ ঘটাবে।

তিনি বলেন, ইতোমধ্যে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সফলভাবে সম্মেলন সমাপ্ত করা হয়েছে। বর্তমানে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি চলছে অপর আটটি ওয়ার্ডে। অবশিষ্ট আটটি ওয়ার্ডে সভাপতি সম্পাদক পদে নতুন নেতৃত্বে আসতে নবীণ-প্রবীণ মিলিয়ে অন্তত শতাধিক প্রার্থী হয়েছেন। আশাকরি কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সুন্দর নেতৃত্ব বাছাই করবেন।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরী হয়েছে। আমরাও চাই নেতাকর্মীরা উজ্জেবিত হয়ে আগামী দিনের নতুন নেতৃত্বের বিকাশ ঘটাবেন।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে পৌরসভার অপর সাতটি ওয়ার্ড কমিটির সম্মেলন। মঙ্গলবার রাতে এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি সম্পাদক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ দেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। ওইসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন প্রমুখ নেতৃবৃন্দ।

জানা গেছে, বুধবার ১৯ নভেম্বর রাতে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সম্পাদক আমির হোসেন মেম্বার (চেয়ার), বর্তমান সহ-সভাপতি জাহাংগীর আলম দুদু মেম্বার (আনারস), মোজাম্মেল হক (হরিণ), সাবেক মেম্বার সাকের আহমদ (প্রজাপ্রতি), জাকের আহমদ (ছাতা) ও সাধারণ সম্পাদক পদে এম নুরুস শফি (ফুটবল), আবদুর রাজ্জাক দেওয়াল ঘড়ি) ও আবুল হাশেম (কাতাল মাছ) প্রতীক পেয়েছেন।

পাঠকের মতামত: