ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  “কর প্রদানে স্বত:স্ফর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় দিনব্যাপী আয়কর মেলার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ চত্বরে আয়োজিত আয়কর মেলার উদ্ধোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

কর অঞ্চল-৪’এর চট্টগ্রামের আয়োজনে অতিরিক্ত কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কর অঞ্চল -৪’র কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী , চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমপি বলেন, আয়কর প্রদান জনগণের নৈতিক দায়িত্ব। একটি দেশের উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে আয়কর প্রদান। আমরা যদি স্ব-স্ব অবস্থান থেকে আয়কর প্রদান করি তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনের আলোকে বর্তমানে দেশের প্রতিটি জনপদে সমানভাবে উন্নয়ন অগ্রগতি তরান্বিত করা হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। সেইজন্য প্রতিটি নাগরিককে আয়কর প্রদানে উৎসাহিত হতে হবে। আশাকরি সরকার প্রধানের ভিশনের আলোকে চকরিয়া-পেকুয়া উপজেলার চলমান অগ্রগতি উন্নয়ন নিশ্চিতে সবাই আয়কর প্রদান করবেন। সরকারকে সহযোগিতা করবেন।

দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষে মেলায় আগত করদাতাদের ই-টিন প্রদান, আয়কর রিটার্ন গ্রহণ ও প্রদান বিষয়ে নানা পরামর্শ দিচ্ছেন আয়কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে আয়কর মেলার সমাপ্তি হবে।

পাঠকের মতামত: