ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

অগ্নিদুর্যোগ থেকে জনগনের যানমাল এবং সম্পদের সুরক্ষা নিশ্চিতকল্পে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে -চকরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে ইউএনও শিবলী নোমান

চকরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করছেন ইউএনও শিবলী নোমান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সমন্বয়ে যান্ত্রিক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ জেসমিন হক জেসি চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

পরে ফায়ার সার্ভিস কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যান্ত্রিক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চকরিয়া ফায়ার সার্ভিস কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের চকরিয়া মাতামুহুরী সেতু হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেছেন, চকরিয়া উপজেলা একটি গুরুত্বর্পুন উপজেলা। এখানে ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় সাড়ে ৬ লাখ মানুষের বসবাস। প্রতিটি এলাকায় আছে জনবহুল স্টেশন, বাণিজ্যিক স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে হাজারো জনগনের বসতি। গুরুত্বপুর্ণ উপজেলা হিসেবে চকরিয়ার প্রতিটি অঞ্চলে জনগনের যানমাল ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা ফায়ার সার্ভিস কর্মীদের জন্য একটি কঠিন কাজ।

তিনি বলেছেন, সরকারি অফিস কার্যক্রমের আওতায় কঠিন কাজ হলেও অগ্নিকা-ের দুর্যোগ থেকে উপজেলার সর্বস্তরের মানুষের যানমাল এবং সম্পদের সুরক্ষা নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস কর্মীদেরকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে। যে কোন মুর্হুতে খবর পাওয়া মাত্র অগ্নিকা-ের ঘটনাস্থলে পৌঁছাতে হবে। আশাকরি চকরিয়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা অতীতের মতো সামনের দিনগুলোতেও কর্মদক্ষতার মাধ্যমে বিচক্ষনতার পরিচয় দেবে। #

পাঠকের মতামত: