ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মিরাজ টি-২০ সিরিজে সিলেটের জুনিয়ররা জয় পেলেও সিনিয়রদের হার

ক্রীড়া প্রতিবেদক ::  মিরাজ টি-২০ ক্রিকেট সিরিজে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর জুনিয়র টিম জয় পেলেও স্বাগতিকদের কাছে হেরে যায় সিনিয়র দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সকালে মুখোমুখি হয় সফরকারীদের জুনিয়র ও স্বাগতিকদের জুনিয়র টিম। ট্রসে জিতে প্রথমে ব্যাট করে কক্সবাজার ক্রিকেট একাডেমীর জুনিয়র দল। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের জুনিয়র টিম ৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে উছেন লাইন ১৮, হাসিব ২১ ও কামাল ১০ রান করে। সিলেট জুনিয়র টিমের রাহাত ২টি ও আল আমিন, মামুন, মিনহাজ একটি করে উইকেট নেয়। ৮৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে জয় পায় সিলেট জুনিয়ররা। দলের পক্ষে জাফরুল ১৬, সামী ১৪, শিহাব ও সায়েম ১০ রান করে নেয়। স্বাগতিক জুনিয়র টিমের তাহসিন ২টি, টিপু ২টি, সাবিত ও সোহেল একটি করে উইকেট পায়। দুপুরে একই ভেন্যুতে সফরকারী দলের সিনিয়রদের মুখোমুখি হয় স্বাগতিকদের সিনিয়র টিম। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ২ রানে কক্সবাজার ক্রিকেট একাডেমীর কাছে হেরে যায় গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর বড়রা। ট্রসে জিতে সফরকারীদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যপের কারণে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় তাদের স্কোর। দলের পক্ষে সাহাব ১৬ রান, নোমান ৩৬ রান, ইমরান ১৫ রান করে। সিলেটের আল আমিন ৩টি, শরীফ ২টি, রাহাত ২টি ও মামুন ১টি উইকেট লাভ করে। ৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সিলেটও স্বাগতিকদের পথ অনুসরণ করে। একের পর এক উইকেট পতনে খেলা চলে কচ্ছপ গতিতে। তার সুবিধা নেয় স্বাগতিকদের বোলাররা। সিলেটের স্কোর যখন ৮ উইকেটে ৮৩ রান তখন সবাই ধরে নিয়েছিল তাদের জয় হতে চলেছে। কিন্তু কক্সবাজার ক্রিকেট একাডেমীর নোমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে দুই উইকেট পরে যায় সিলেটের। আর তাতেই জয়ের উল্লাসে ফেটে পড়ে কক্সবাজার ক্রিকেট একাডেমীর শিবির। সিলেটের হৃদয় ১৪, মোহাম্মদ ২২ রান ও খালেদ ১৯ রান করে। সিসিএ এর রাসেল ২টি, নোমান ৪টি, ইমরান ২টি ও রায়হান ১টি করে উইকেট নেয়। ১৫ রান ও দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় ইমরান। এর আগে সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খালেদ আজম বিপ্লব, কক্সবাজার ক্রিকেট একাডেমীর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.এ আজিজ রাসেল ও সহ-সভাপতি সাংবাদিক আজিম নিহাদ। শুক্রবার মহেশখালী হাই স্কুল মাঠে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী মহেশখালী ক্রিকেট একাডেমীর সাথে খেলে জয় লুপে নেয়। শনিবার সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সিরিজের তৃতীয় দিনের খেলা চলবে।

পাঠকের মতামত: