ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার সদরে ৮টি শিক্ষা প্রতিষ্টান এমপিও ভুক্তিতে স্থান পেল 

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::

  গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ঘোষণা দেন ২৩শে অক্টোবর। সদরের ৭টি মাদ্রাসাসহ ১টি স্কুলকে এমপিও ভুক্তিতে স্থান পাওয়ায় খুশিতে উৎফুল্ল প্রতিষ্টান কতৃপক্ষ।

তৎমধ্য কালুফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা,ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা,হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা,পিএম খালী আদর্শ দাখিল মাদ্রাসা,ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা,চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাস,পোকখালীর গোমাতলী হাইস্কুল।

এ ব্যাপারে কালু ফকির পাড়া মাদ্রাসার একাডেমির সুপার মাওলানা মাঈন উদ্দিন বলেন, দীর্ঘদিন পর হলেও মাদ্রাসা কে এমপিও ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহত্তর ঈদগাঁওতে এমপিওভুক্তি হওয়া শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থীসহ অভিভাবকরা মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। সে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অভি নন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্যানার,পেষ্টুন চোখে পড়ে।

পাঠকের মতামত: