ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভার যেখানে সেখানে ময়লা আর নয় -মেয়র আলমগীর চৌধূরী

মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া :: যেখানে সেখানে ময়লা আর নয়। পৌরসভার প্রতিটি গ্রামের সৌন্দয্য ও পরিবেশকে পরিস্কার পরিছন্ন রাখার নির্মিতে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রথম বারে ১০০ ডাস্টবিন বসানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বিকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত আলোচনা সভায় পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ দিক নির্দেশনা দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এ সময় তিনি বলেন, চকরিয়া পৌর শহর ও প্রতিটি গ্রামকে আধুনিক ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য পৌর শহর ও ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন বসানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে অস্থায়ী ডাস্টবিনের ২টি নমুনা পর্যবেক্ষন করেন। এসময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সাথে পৌর সচিব মাসুদ মোরর্শেদ চৌধুরী, প্যানের মেয়র বশিরুল আযুবসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: