ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ইভটিজিং প্রতিবাদ করায় বখাটের হামলায় মা-মেয়েকে পিটুনি, বাবাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে হামলা চালিয়ে মা-মেয়েকে পিটিয়ে জখম করেছে বখাটে ও তাঁর পরিবারের লোকজন। এমনকি হামলার ঘটনা নিয়ে আইনের আশ্রয় নিলে শিক্ষার্থীর বাবাকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন অভিযুক্ত বখাটের ছোটভাই। এ ঘটনায় দিনমুজুর ছাবের আহমদ পরিবার সদস্যদের নিয়ে চরম আতঙ্কে ভুগছেন। উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরবিলা দরগাপাড়া গ্রামে বুধবার সকালে ঘটেছে হামলার এ ঘটনা। আহত মা-মেয়েকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত পরিবারটি গৃহকর্তা দিনমুজুর ছাবের আহমদ দাবি করেছেন, প্রতিবেশি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রিতে জড়িত। পুলিশ অভিযান চালিয়ে কিছুদিন আগে মাদকসহ তাঁর ছেলে নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে। ছেলেসহ আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে কয়েকটি মাদক মামলাও রয়েছে।

গৃহকর্তা দিনমুজুর ছাবের আহমদ অভিযোগ করেছেন, আনোয়ার হোসেনের বাড়িতে মাদক বেচাকেনা চলার সুবাদে তাঁর বাড়িতে প্রতিদিন বহিরাগত লোকজনের অবাদ চলাচল রয়েছে। এমনকি রাতের বেলায়ও বহিরাগত লোকজন তাঁর বাড়িতে মাদক সেবনে আসে। প্রতিবেশি বাড়িতে এই ধরণের অনৈতিক ঘটনা চলার কারণে স্কুলপড়–য়া শিক্ষার্থী চারটি মেয়েকে নিয়ে চরম আতঙ্কে ভুগছেন দিনমুজুর ছাবের আহমদ। এ অবস্থায় কিছুদিন আগে বিষয়টি সম্পর্কে আনোয়ার হোসেনকে অবহিত করেন ছাবের আহমদ।

গৃহকর্তা ছাবের আহমদ অভিযোগ তুলেছেন, বাড়িতে বহিরাগত লোকজনের অবাধ চলাচল বন্ধে বাঁধা দেয়ার জেরে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে আনোয়ার হোসেনের বখাটে ছেলে হারুনর রশিদ প্রকাশ মইন্যা পথরোধ করে অস্টম শ্রেণীতে পড়–য়া আমার মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করে। তাৎক্ষনিক ঘটনাটি আমি আনোয়ার হোসেনকে নালিশ করলে তাতে ক্ষিপ্ত হয়ে উঠে মাদক বিক্রেতা আনোয়ার। এরই জেরে আনোয়ার হোসেন ও তাঁর বখাটে ছেলে হারুনর রশিদ প্রকাশ মইন্যা, জসিম উদ্দিন ও কয়েকদিন আগে মাদক মামলায় জেলফেরত আসামি নাছির উদ্দিন জড়ো হয়ে আমার বাড়িতে ঢুকে হামলা চালায়।

ওইসময় বাঁধা দিতে গেলে তাঁরা আমার স্ত্রী ইসমত আরা বেগম (৩৭) ও কৈয়ারবিল শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অস্টম শ্রেণীতে পড়–য়া মেয়ে জন্নাতুল মাওলা রেশমীকে (১৬) অমানবিক পিটিয়ে জখম করে। ঘটনার পরপর তাদেরকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত পরিবারটি গৃহকর্তা দিনমুজুর ছাবের আহমদ অভিযোগ করেছেন, হামলার ঘটনায় থানা ও আদালতে আইনের আশ্রয় নিলে আমাকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন অভিযুক্ত মাদক বিক্রেতা আনোয়ার হোসেনের ছেলে জেলফেরত আসামি নাছির উদ্দিন। এ ঘটনার পর থেকে আমি পরিবার সদস্যদের নিয়ে চরম আতঙ্কে ভুগছি। এখন তাদের হুমকিতে বিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছেনা আমার মেয়েরা। এব্যাপারে আমি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানার ওসির কাছে নিরাপত্তা কামনা করছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, এ ধরণের হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয় হবে। ##

পাঠকের মতামত: