ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন ও সকলের হাত পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা সভায় মিলিত হন।

চকরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ভার্ক, ব্র্যাক ওয়ান, প্রত্যাশী ও আইডিই’র সার্বিক সহযোগিতায় এ অনুষ্টান হয়।

চকরিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট।

পাঠকের মতামত: