ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ার মানিকপুরের বৌদ্ধ পল্লীতে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে নারীপুরুষের ঢল: মাতামুহুরীতে জাহাজ ভাসা উৎসবে -চেয়ারম্যান সাঈদী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐহিত্যবাহি বৌদ্ধ পল্লীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল রোববার ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করার জন্য গতকাল দুপুর থেকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মাঝখান দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর তীরে জাহাজ ভাষা দেখার জন্য মানুষে মানুষে মেলবন্ধন তৈরী হয়। গতকাল সন্ধ্যার একটু পরেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে মাতামুহুরী নদীতে জাহাজ ভাষা উৎসব উদ্বোধন করেছেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

মানিকপুর বৌদ্ধ বিহারের পুরোহিতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতির সহ-সভাপতি পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, আওয়ামীলীগ নেতা ফয়সাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদল শর্মা, সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বৌদ্ধ সম্প্রদায়ের সকলস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, আওয়ামীলীগ সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। ধর্ম যার যার বাংলাদেশ সবার। সরকার প্রধান শেখ হাসিনা এই নীতিতে বিশ^াসী। সেই কারনে আজ বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ শান্তিপুর্নভাবে সংবস্থানে বসবাস করছে। সরকার প্রধানের নীতির আলোকে আজ চকরিয়ার প্রতিটি জনপদে সবধর্মের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন অটুট রয়েছে। আওয়ামীলীগ যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে¡ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এখন উন্নতশীল দেশের কাতারে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ বিশ^দরবারে প্রমাণিত হয়েছে সম্প্রীতির দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সফল।

তিনি বলেন, শান্তিপুর্ণভাবে যখনই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল বারেবারে ধর্মের অপব্যাখা দিয়ে মানুষের মাঝে সম্প্রীতি বিনষ্ট করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অবতারণা করেছে। কিন্তু তাঁরা সফল হতে পারেনি। শেখ হাসিনার শাসনামলে আগামীতেও তাঁরা সফল হতে পারবেনা। #

পাঠকের মতামত: