ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শ্রোতা দর্শকদের সাথে আরও ঘনিষ্ট হবে ভয়েস অফ আমেরিকা -কক্সবাজারে রোকেয়া হায়দার

নিউজ ডেস্ক ::  কক্সবাজারে শ্রোতা দর্শকদের সাথে মতবিনিময়কালে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেছেন, দীর্ঘদিন ধরে শ্রোতা দর্শকদের সাথে ভয়েস অফ আমেরিকা যে সংযোগ ও বিশ্বাস স্থাপন করেছে– তা আরও ঘনিষ্ট হবে। এছাড়া প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নতুন প্রজন্মের সাথেও সংযোগে আসবে নতুনত্ব।

কক্সবাজার জেলা পরিষদ হলরুমে শনিবার বিকালে ভয়েস অফ আমেরিকার কক্সবাজার ফ্যান ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব রোকেয়া হায়দার আরও বলেন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেইলের পাশাপাশি শ্রোতাদের হাতের লেখা চিঠি পেলে এখনও মুগ্ধ হন তিনি।.

ভিওএ ফ্যান ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা এবং ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা ও রেডিও সাগরগিরি এফএম ৯৯.২-এর সৌজন্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভয়েস আমেরিকা কক্সবাজার ফ্যান ক্লাবের সভাপতি খালেদা বেগম।

সভায় সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিলের হাতে ভয়েস অফ আমেরিকার বিশেষ সম্মাননা সনদ হস্তান্তর করেন ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার। পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ ভিওএ ডিরেক্টর অ্যামেন্ডা ব্যানেট (ঠড়রপব ড়ভ অসবৎরপধ উরৎবপঃড়ৎ অসধহফধ ইবহহবঃঃ) সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিলকে এই সার্টিফিকেট দিয়েছেন।

মতবিনিময় সভা থেকে ভয়েস অফ আমেরিকার মিতালী অনুষ্ঠান এবং ফেইসবুক লাইভে সরাসরি অংশ নেন শ্রোতা দর্শকরা। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন ভয়েস আমেরিকা ফ্যান ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও মিতালী সম্পাদক আবু সুফিয়ান, কক্সবাজার ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ভাইস প্রেসিডেন্ট ও নোঙ্গর’র নির্বাহী পরিচালক দিদারুল রাশেদ, চট্টগ্রাম মহানগর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল ইসলাম, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ’র আহবায়ক রজত বড়–য়া, উন্নয়ন কর্মী অলকা অধিকারী, সমাজ কর্মী হোসনে আরা রেখা, রোজিনা আকতার, এডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, রাজনৈতিক কর্মী নাজমুল বরাত রণি, মানবাধিকার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।

পাঠকের মতামত: