ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

৩০ নভেম্বরের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটির সম্মেলন সম্পন্ন করা হবে -জেলা আওয়ামী লীগ

প্রেস বিজ্ঞপ্তি॥  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় গতকাল সকাল ১১টায় ঝাউতলাস্থ রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্য প্রতিটি উপজেলায় বর্ধিত সভা করে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা কমিটির সম্মেলন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ধিত সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা আরো বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ পরিচালনায় দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানের পরিবর্তনসহ সর্বোপরি বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। এই অর্জন শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই। বিশেষ করে কক্সবাজার জেলায় চলমান উন্নয়ন কর্মযজ্ঞের মধ্যে মেঘা প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানান। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষিত শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে অদ্যবধি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য কখনো অন্যায়, দুর্নীতিকে প্রশ্রয় দেননি। মাদকের বিরুদ্ধে জিরো টরালেন্সসহ চলমান শুদ্ধ অভিযানে দেশ ও জাতি উপকৃত হবে বলে মনে করেন। পরিশেষে সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করে দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন-নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, আশেক উল্লাহ রফিক এম.পি. জাফর আলম এম.পি., আবদুর রহমান বদি, এথিন রাখাইন, মোহাম্মদ আজিজুর রহমান বিএ, এডভোকেট বদিউল আলম সিকদার, শফিক মিয়া, রেজাউল করিম, কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, নুরুল আবছার, মোহাম্মদ হোসেন বিএ, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এড. ফরিদুল আলম পিপি, আবদুল খালেক, খোরশেদ আলম, ইউনুছ বাঙ্গালী, খোরশেদ কুতুবী, এড. তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির, এম.এ. মঞ্জুর, আবু তাহের আজাদ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, আবুহেনা মোস্তফা কামাল, আদিল উদ্দিন চৌধুরী, ড. নুরুল আবছার, এড. নুরুল ইসলাম, এস.এম. গিয়াস উদ্দিন, শফিউল আলম চৌধুরী, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, আলহাজ্ব মকছুদ মিয়া, আমিনুর রশিদ দুলাল, রশিদ আহমদ, সোনা আলী, এড. আবদুর রউফ, এড. অরূপ বড়–য়া তপু, মিজানুর রহমান, জি.এম. কাসেম, সুপ্ত ভুষণ বড়–য়া, মিজানুর রহমান, নজিবুল ইসলাম, বাবুল উজ্জ্বল কর, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জাহাঙ্গীর কবির চৌধুরী, নুরুল বশর, সোহেল সরওয়ার কাজল, শামশুল আলম মন্ডল, গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম বাবলা, মহসিন বাবুল, মাহমুদুল করিম মাদু, আরঙ্গ জেব মাতব্বর, নুরুচ্ছফা বি.কম, জাহেদুল ইসলাম লিটু, আতিক উদ্দিন চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত: