ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে পেঁয়াজের মূল্য সর্বোচ্চ ৭০ টাকা : জেলা প্রশাসনের সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকার মধ্যে রাখতে সিদ্ধান্ত গ্রহন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে কক্সবাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুধী সমাজ, সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য আপাতত কেজি প্রতি ৭০ টাকার মধ্যে রাখার বিষয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে সরকারী ভাবে পেঁয়াজেরর আমদানী বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রই পেঁযাজের মূল্য স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে।

পাঠকের মতামত: