ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন ১৪ অক্টোবর

সাতকানিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচন সহ দেশের আট উপজেলা ও তিন পৌরসভায় নির্বাচনের তফশিল মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টম্বর প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টম্বর ও ভোট গ্রহন ১৪ অক্টোবর।
যে আট উপজেলায় সাধারণ নির্বাচন হবে সেগুলো হচ্ছে-চট্রগ্রামের সাতকানিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর, নোয়াখালীর কবিরহাট, শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া ও ঝিনাইদহের কোটচাঁদপুর। আর পৌরসভা তিনটি হচ্ছে- ঢাকার দোহার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং ভোলার লালমোহন। এছাড়া একইদিন ভোটের তারিখ নির্ধারণ করে ছয়টি পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলো হচ্ছে-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড, রংপুরের পীরগঞ্জের ৩নং ওয়ার্ড, নীলফামারীর জলঢাকার ১নং ওয়ার্ড, মাদারীপুরের রাজৈরের ৪নং ওয়ার্ড, নড়াইল জেলার নড়াইল পৌরসভার ৮নং ওয়ার্ড এবং একই জেলার লোহাগড়া উপজেলার ৩ নং ওয়ার্ড।

পাঠকের মতামত: