ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

দুলা ভাইয়ের মারধরে লামায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে ক্ষিংখিং ওয়াং মার্মা (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। দুলা ভাইয়ের নির্যাতন সইতে না পেরে অভিমানে বিষপানের দু’দিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষিংখিং ওয়াং মার্মা লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল পাড়ার বাসিন্দা আতিং মার্মার মেয়ে ও চাম্বি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী।

সূত্র জানায়, গত কয়েক বছর ধরে ক্ষিংখিং ওয়াং মার্মা উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়াস্থ সৎ বোন মাছিংয়ের বাড়িতে থেকে চাম্বি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আসছেন। গত বুধবার সন্ধ্যায় বড় বোনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে দুলা ভাই নিউজিং মার্মা (৩২) মারধর করলে ক্ষোভে তিনি বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মারা যান ক্ষিংখিং মার্মা। বিষপানে স্কুল ছাত্রী ক্ষিংখিং মার্মার আতœহত্যার সত্যতা আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান নিশ্চিত করেন।

পাঠকের মতামত: