ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

লোহাগাড়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে সম্প্রীতি মহা শোভাযাত্রা

মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে ঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে, শ্রী শ্রী জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদের উদ্যোগে আজ ২২ আগষ্ট বৃহস্পতিবার আমিরাবাদ সদরস্থ সিটিজেন পার্ক সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপি গীতা প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত প্রতিযোগিতা, মহতি ধর্ম সম্মেলন, সম্প্রীতি মহা শোভাযাত্রা, সঙ্গীতাঞ্জলী ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উপলক্ষে এক বিশাল সম্প্রীতি মহা শোভাযাত্রা লোহাগাড়া উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উৎসব অঙ্গনে শেষ হয়। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী (এম.পি)। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম এসএনডি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীলিপ মজুমদার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদের লোহাগাড়া উপজেলার সভাপতি রিটন বিশ^াসের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জন্মাষ্ঠমী পরিষদের প্রধান উপদেষ্টা নিবাস দাশ সাগর, উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, শিবু রঞ্জন পাল, প্রসেনজিৎ পাল, পূজা পরিষদ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ডা: রিটন দাশ, মাষ্টার সুজিত কুমার পাল, দিপক ভট্টাচার্য্য, রাজীব দাশ, খোকন কান্তি নাথ প্রমুখ।

পাঠকের মতামত: