ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় গ্রাম পুলিশদের মাসিক সমন্বয় সভায় ইউএন

লাবণ্য রাণী পূজা, নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারের চকরিয়ার ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। আজ ২১আগষ্ট, বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্টিত হয়। এতে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের গ্রাম পুলিশরা অংশ গ্রহণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান চকরিয়া নিউজকে বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু ব্যাপক আকারে বিস্তার পেয়েছে। তাই ডেঙ্গু রোধে সাধারণ মানুষের পাশাপাশি গ্রাম পুলিশদেরও সচেতন হতে হবে।

প্রতিটি ইউনিয়নের গ্রামে মানুষদের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম-গঞ্জের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মানুষকে উদবোদ্ধ করতে হবে। এসময় ইউএনও শিবলী নোমান ১৮টি ইউনিয়নে এডিশ মশা নিধনের জন্য ৬৪টি স্প্রে মেশিন ও ওষুধ বিতরণ করেন।

পাঠকের মতামত: