ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চামড়া নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি, গুরুত্বপূর্ণ ঈদ জামাতে পুলিশের বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক ::

ঈদ জামাত ও পশুর চামড়া ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে সেদিকে এখন নজর দিয়েছে পুলিশ। আগামীকাল সোমবার নগর ও জেলার গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর বিকেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজর থাকবে কোরবানির পশুর চামড়াবাহী ট্রাকগুলোর দিকে। এ ছাড়া পাড়ায় মহল্লায় যাতে কেউ জোরপূর্বক চামড়া নিতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান ও জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা ঈদ জামাত ও চামড়াবাহী গাড়িগুলোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তা জানিয়েছেন, ঈদ ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেদিকে পুলিশের নজরদারি এবং প্রস্তুতি আছে। আবার চামড়া নিয়েও যাতে বেআইনি কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সেই বিষয়েও প্রস্তুতি আছে।

নগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান জানিয়েছেন, কোরবানির ঈদ ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি ছিল। এরই অংশ হিসেবে নগরের পশুর বাজারগুলোতে সিসি ক্যামেরা এবং ড্রোন দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে পুলিশ। আবার ঈদ জামাত ঘিরেও নিরাপত্তা প্রস্তুতি রাখা হয়েছে। তিনি বলেন, ‘ঈদ জামাত ঘিরে কোনো ধরনের অপতৎপরতা চালানো কিংবা চামড়া নিয়ে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলেও পুলিশ ব্যবস্থা নেবে।’

একই বিষয়ে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সফলভাবে শেষ হয়েছে। ঈদ জামাত ও পশুর চামড়া ঘিরে কেউ যেন অপতৎপরতা চালাতে না পারে, সেই বিষয়ে পুলিশ প্রস্তুতি নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম জেলার ১৬ থানায় গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে পুলিশ মোতায়ানে থাকবে। এ ছাড়া বিকেল থেকে চামড়াবাহী গাড়ি মহাসড়কে চলাচল করলে সেগুলোকে নজরদারির মধ্যে রাখা হবে, যাতে কেউ অপতৎপরতা চালাতে পারে। চামড়া ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে চামড়া নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।’

পাঠকের মতামত: