ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: ৭ সদস্য পদে হাছান-মিজান প্যানেলের ৬ জন নির্বাচিত

20160319_181026কক্সবাজার প্রতিনিধি ::::
জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির বার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্য পদে ৭ জনের মধ্যে ৬ জন হাছান-মিজান প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
এতে সর্বোচ্চ ২৭২ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোহাম্মদ তুহিন। সদস্য পদে ২৪৩ ভোটে দ্বিতীয় অবস্থানে বর্তমান কমিটির সভাপতি মুহাম্মদ ওসমান, ২৩৭ ভোটে মো. মনিরুল আলম তৃতীয়, ২৩৫ ভোটে মাহমুদুল হক চৌধুরী চতুর্থ, ২১৩ ভোটে মহিউদ্দিন পঞ্চম এবং ১৭৭ ভোটে সিরাজুল হক ষষ্ট নম্বর সদস্য নির্বাচিত হন।
ফোরকান আহমেদ খোকন-মুহাম্মদ নুরুল ইসলাম প্যানেল থেকে সপ্তম নম্বরের সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুরুল আমিন। তার প্রাপ্ত ভোট ১৭১।
১৯ মার্চ সন্ধ্যায় সদস্য পদে ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অপরাপর সম্পাদকীয় পদে এখনো ভোট গণনা শেষ হয়নি। তবে এখানেও হাছান-মিজান প্যানেল পূর্ণ প্যানেলে জয় হওয়ার সম্ভাবনা আছে বলে ভোটাররা জানিয়েছে। নির্বাচনে ৪২৩ ভোটের মধ্যে ৩৯৬ ভোট কাস্ট হয়েছে। এতে মোট বুথের সংখ্যা ছিল ২টি। শনিবার সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে ভোট শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.জ.ম মঈন উদ্দিন।
কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন প্রবীণ আইনজীবী সহকারী নুরুল আজিম চৌধুরী, শওকত আলম, আবুল কালাম ও নন্দন সরকার।

পাঠকের মতামত: