ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আলীকদমে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন: কেন্দ্র দখল ও ভোট কারচুপির আংশকা

ক্যাপশান: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আলীকদম সদর ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউনুছ মিয়া।

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) অনুষ্ঠিতব্য আলীকদম সদর ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপিপন্থী আনারস প্রতীকের প্রার্থী মোঃ ইউনুছ মিয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে প্রভাব বিস্তার, ভোট কারচুপি, কেন্দ্র দখল ও রাতে সিল মারার অভিযোগ করেন তিনি।

বুধবার বিকেল সাড়ে তিনটায় আলীকদম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউনুচ আরো বলেন, এজেন্ট বের করে দেয়া, কেন্দ্রে গন্ডোগোল করার ষড়যন্ত্রের পাশাপাশি, পছন্দমত কর্মকর্তা-কর্মচারীদের ভোট কেন্দ্রে নিয়োজিত করেছে নৌকা প্রতীকের প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহাম্মদ এবং বিএনপি’র একাধিক কর্মী।

লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ইউনুচ আশংকা প্রকাশ করেন, বহিরাগত লোক সমাগমের মাধ্যমে নির্বাচন করে নির্বাচন চলাকালীন কোন কোন কেন্দ্রে ভোট ছিনতাই ও কেন্দ্র বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সরকার দলীয় লোকজন।

তিনি অসতি ত্রিপুরা পাড়া, পায়া পাড়া, রেংপুং হেডম্যান পাড়া ও দয়াল চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির আশংকা প্রকাশ করেন।

পাঠকের মতামত: