ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অপহরণের ৭ দিন পর স্কুল ছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::   কক্সবাজারের চকরিয়ার অপহরণের ৭ দিন পর শহীদুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। আজ ২১জুলাই, রবিবার দুপুর দুইটার দিকে কক্সবাজার ডলফিন মোড় এলাকা থেকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় চকরিয়া থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে। শহীদুল ইসলাম হারবাং শান্তিনগর এলাকার মৃত মো. কালুর ছেলে ও স্থানীয় আজিজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

উদ্ধার হওয়ায় ছাত্রের মা রাবেয়া বেগম জানান, গত ১৪ জুলাই হারবাং শান্তিনগর গ্রামের বাড়ি থেকে ফুসলিয়ে আমার ছেলে শহিদুল ইসলামকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। এ ডায়েরীর সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহরণের পর একটি মোবাইল থেকে বিকাশে আমার কাছ থেকে ৬০হাজার টাকা দাবী করেন। এ দাবীর টাকা পরিশোধ করতে না পারলেও সর্বশেষ আড়াই হাজার টাকা দিতে রাজী হই। এটাকা একটি বিকাশ নাম্বারে দেয়া হয়। ওই বিকাশে নাম্বারের সূত্র ধরে কেরানীহাট এলাকার একজন নারীকে আটক করেছে পুলিশ। ওই নারীর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ কক্সবাজার শহরের ডলফিন মোড় এলাকা থেকে ওই ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়।

চকরিয়া থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বিকাশ নাম্বারের সূত্র ধরে প্রথমে এক মহিলাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক স্কুল ছাত্র শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। অপহৃত ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

পাঠকের মতামত: