ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিমের প্রার্থীতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ

NEWS-PIC-RAJAUL-KORIMvvvপ্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া পৌরসভা নির্বাচনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচন করা রেজাউল করিমের (প্রতীক পাঞ্জাবী) বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারের কাছে প্রার্থীতা বাতিলের জন্য লিখিত আবেদন করা হয়েছে। ১৮ মার্চ দুপুরে উক্ত ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম বাদী হয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিনের কাছে এই অভিযোগ দায়ের করেন। এদিকে ১৭ মার্চ বিভিন্ন পত্রিকায় কাউন্সিলর প্রার্থী রেজাউল করিমের হলফনামায় তথ্য গোপনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর উক্ত সাধারণ সাধারণ ভোটারদের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা যায়-চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত আব্দুল গণির পুত্র রেজাউল করিম (বর্তমানে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী)সহ ৫ জনের বিরুদ্ধে চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ০৯/১২/২০১৫ইং তারিখ চকরিয়া পৌরসভার মাইজ কাকারার মৃত মনিরুজ্জামানের পুত্র আব্বাছ আহমদ বাদী হয়ে একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করেন (যার সি.আর মামলা নং-১১৫৫/১৫ইং, ধারা ১৪৩/৩৬৪/৩২৩/৩২৫/৩০৭/৩৮২/৩৮৫/৫০৬(২)/৩৪)। পরবর্তীতে গত ১০/১২/২০১৫ইং তারিখ এটি চকরিয়া থানায় একই ধারায় নিয়মিত মামলা হিসেবে রুজু করেন অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান (চকরিয়া থানার জি.আর মামলা নং-৫৫২/১৫ইং, থানা মামলা নং-১৫)। কিন্তু এই মামলার কোন তথ্যই রেজাউল করিম রিটানিং কর্মকর্তার কাছে দায়েরকৃত নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।

পাঠকের মতামত: