ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় স্থানীয় মেম্বারের উদ্যোগে ভাঙ্গা বেঁড়িবাঁধ মেরামত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::   কুতুবদিয়া উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের তেলি পাড়া এলাকায় টানা বর্ষণে ও পূর্নিমার জোয়ারে পাউবোর ৭১ পোল্ডারের প্রায় ৫০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে সমুদ্রের লোনা পানিতে ব্যাপক এলাকা প্লাবিত হয়। গতকাল ১৪ জুলাই সকালে স্থানীয় ২নং ওয়ার্ড়র মেম্বার ও ২নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি হাজী আফজল আহম্মদের ব্যাক্তিগত তহবিল থেকে আসন্ন অমাবস্যার জোয়ার থেকে এলাকাবাসীকে  রক্ষা করতে প্রায় একশত শ্রমিক নিয়োগ দিয়ে বালুর ব্যাগ দিয়ে ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত করেন। এ সময় উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী,আলী আকবর ড়েইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল করিম,সমাজ সেবক নূরুল আমিনসহ,সাংবাদিক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা। এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী জানায়,গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও পূর্নিমার জোয়ারে এ ইউনিয়নের তেলি পাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক কাঁচা ঘর বাড়ি নষ্ট হয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা হাজী আফজল মিয়ার উদ্যোগে স্থানীয় যুবলীগের সহযোগিতায় বেড়িবাঁধ মেরামত করা হয়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার আওয়ামীলীগ নেতা হাজি আফজল আহম্মদ জানায়,বেশ কয়েক দিন প্রবল টানা বর্ষনে ও পূর্ণিমার জোয়ারে আলী আকবর ড়েইল ইউনিয়নের তেলি পাড়া এলাকায় পাউবোর ৭১ পোল্ডারের প্রায় ৩/৪ টা জায়গা ভেঙ্গে ব্যাপাক ঘর-বাড়ি নষ্ট হয়ে যায়।আগামী অমাবস্যার জোয়ার থেকে এলাকার গরীব মানুষের কাচাঁ ঘর-বাড়ি রক্ষার জন্য গতকাল ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ১শত শ্রমিক নিয়োগ দিয়ে বালুর ব্যাগ দিয়ে মেরামত করা হয়। আগামী কাল আরো ২টি ভাঙ্গা মেরামত করা হবে।

পাঠকের মতামত: