ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লামায় কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::
লামায় কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ জীবনধারা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড মঙ্গলবার দুপুরে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহামুদুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান বিশ্ব-বিদ্যালয়ের রেজিস্টার ওমর ফারুক রুবেল, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার ও সমাজ সেবক আবুল বাহার।

এতে স্থানীয় সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে ২টি ফ্লিপচার্ট ও ১০টি লিপলেট এবং এর আগে হলিচাইল্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের হাতে ৫টি ফ্লিপচার্ট ও ৫টি লিপলেট তুলে দেন ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষে সাংবাদিক মো. সাফায়েত হোসেন।

পাঠকের মতামত: