ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বান্দরবানে সেনা সদস্যবাহী মাইক্রোস খাদে, নিহত ১

বান্দরবান প্রতিনিধি ::

বান্দরবান থেকে ১৯ কিলোমিটার দূরে ওয়াই জংশন এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে ১ জন সেনা সার্জেন্ট নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে বুধবার ১৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সার্জেন্টের নাম ওবাইদুল ইসলাম (৩৫)। তার বাড়ি যশোরে। তিনি ৩৫ নং ইএমই ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর পরই আশপাশের এলাকার ক্যাম্প থেকে সেনাবাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড সদর দফতরের একজন কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, আন্তঃবাহিনী গণ-সংযোগ পরিদফতর (আইএসপিআর) –এর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে।

পাঠকের মতামত: