ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চীনের শিজিয়াঝুয়াং প্রদেশে “বিশ্ব সংস্কৃতি প্রদর্শন অনুষ্ঠিত”

হেবেই নরমাল ইউনিভার্সিটিতে ২৫ শে মে (World cultural show) বিশ্ব সংস্কৃতি প্রদর্শন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  বাংলাদেশের ছাত্র-ছাত্রীসহ বিশ্বের অনেক দেশ -যেমন ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, চায়না, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইটালি, রাশিয়া, নাইজেরিয়া, পেরু, ইথিওপিয়ার শিক্ষার্থীরা   অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত  সেসব শিক্ষার্থীরা নাচ,গান ও সাংস্কৃতিক পোশাক পরিদর্শনের মাধ্যমে নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন। বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের আগমনে  ইউনিভার্সিটি প্রাঙ্গন উৎসবে পরিণত হয়। এক স্টলের শিক্ষার্থী অন্য স্টলে এবং চায়না নাগরিকদেরও বিপুল সমাগম ঘটে খাবার আস্বাদন রহমের জন্য। বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের স্টলেও অনেক ভিড় ছিল। সকল দেশের ছাত্র-ছাত্রীরা দিনটি খুবই আনন্দের সহিত অতিবাহিত করেন।

অভিষেক দত্ত।

হেবেই নরমাল ইউনিভার্সিটি।

শিজিয়াজুয়াং, চীন। 

পাঠকের মতামত: