ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বান্দরবানে অর্ধদিবস হরতাল রবিবার, পৌর আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে

বান্দরবান প্রতিনিধি ::

বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমা হত্যাকাণ্ডের প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামী লীগ রবিবার ২৬ মে জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

শনিবার সন্ধ্যায় এক জরুরি সভা শেষে হরতালের এই ডাক দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ও প্রশাসন চথোয়াইমং-এর প্রকৃত খুনি এবং তাদের দোসরদের খুঁজে বের না করলে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

২২ মে রাতে বান্দরবান সদর উপজেলার উজি পাড়াস্থ খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা বান্দরবান পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমাকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার দুপুরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

এ ঘটনার জন্যে আওয়ামী লীগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি বলে দাবি করা হচ্ছে।

পাঠকের মতামত: